সুপ্রিম কোর্টের সেপ্টেম্বরের অবকাশকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত

সুপ্রিম কোর্টের সেপ্টেম্বরের অবকাশকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত

শামছুল আযম :: বর্তমান করোনাকালীন উদ্ভূত পরিস্থিতিতে মামলা জট কমিয়ে আনার লক্ষ্যে চলতি বছরে সুপ্রিম কোর্টের সেপ্টেম্বর মাসের অবকাশকালীন ছুটি বাতিল করা হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) ভার্চুয়ালি অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের মতামত নিয়ে ছুটি বাতিলের সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

পরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২৮ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় বিচারপতিরা সুপ্রিম কোর্টের ২০২১ সালের বর্ষপঞ্জির সেপ্টেম্বর মাসের পুর্বনির্ধারিত ১২ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি ভোগ না করে বিচারকার্য পরিচালনা করবেন মর্মে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেন। এমতবস্থায় সুপ্রিম কোর্টের ২০২১ সালের বর্ষপঞ্জির সেপ্টেম্বর মাসের পুর্বনির্ধারিত অবকাশকালীন ছুটি বাতিল করা হলো।’

Check Also

সরকারী দায়িত্ব পালনের সময়, সরকারবিরোধী বক্তব্য

সরকারী দায়িত্ব পালনের সময়, সরকারবিরোধী বক্তব্য

সরকারী দায়িত্ব পালনের সময়, সরকারবিরোধী বক্তব্য ।। স্টাফ রিপোর্টার ॥ সরকারী দায়িত্ব পালনের সময় সরকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *