দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৫এপ্রিল) সকালে হঠাৎ স্বাস্থ্যর অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়।
হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. আব্দুল হাইয়ের অধীনে চিকিৎসাধীন বিএনপির এই শীর্ষ নেতা কিছুটা সুস্থ বোধ করায় পরবর্তীতে তাকে কেবিনে দেওয়া হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিকেলে এ তথ্য জানিয়েছেন।
নানা রোগে আক্রান্ত ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। এর আগেও তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে।