নুয়ান থুসারার এক ওভারেই পুরোপুরি ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। একটা সময় শঙ্কা দেখা দেয়, বাংলাদেশ না আবার নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হয়!
কিন্তু না, লঙ্কান বোলারদের সয়লাবের মুখে দৃঢ়তার বাঁধ তৈরি করে দিলেন রিশাদ হোসেন। লঙ্কান বোলারদের সমানে পেটালেন রিশাদ। ফলে ২৬ বলে হাফ সঞ্চুরি পূরণ করেন তিনি।
যদিও তার এই ঝোড়ো ব্যাটিং কাজে আসছে না হয়তো। প্রয়োজনীয় ১৭৫ রান করার মতো ব্যাটার এবং বল হাতে নেই বাংলাদেশের। তবুও রিশাদ হোসেনের ব্যাটি তো লজ্জাজনক হার থেকে বাঁচা গেলো!