স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীতে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এনআইখান-খালেদা খান কল্যাণ ট্রাস্ট ও পিপলস্ এন্ড সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম খান।
আরো পড়ুন: কিভাবে সফল উদ্যোক্তা হওয়া যায়?
সংগঠনের পক্ষ থেকে গতকাল বিকালে বেশকিছু অসহায় সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার সময়ে নজরুল ইসলাম খান বলেন, ইতের্পূবে সাধ্যমত বন্যার্ত সিলেটবাসীর জন্য বেশকিছু অর্থ প্রদান করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বরিশালের অসহায় মানুষের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়া দেশ ও প্রবাসী সকলের প্রতি অনুরোধ জানান, বন্যার্ত সিলেটবাসীদের পাশে সকলকে এগিয়ে আসার জন্য বিশিষ্ট্য এই সমাজসেবক নরুল ইসলাম খান।