আজ বুধবার হঠাৎ মন খারাপ হয়ে গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়ার অনুরাগীদের। কেননা এদিন নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি পোস্ট করে অনুরাগীদের রীতিমতো চমকে দিয়েছেন তিনি। ওই ছবিতে দেশি গার্লকে রক্তাক্ত দেখা গেছে। তা দেখেই চিন্তা ভর করে ভক্তদের ওপর।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে ফ্রান্সে হেডস অফ স্টেট সিরিজের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই অ্য়াকশন দৃশ্যের শুটিংয়ে রক্তাক্ত মেকআপে ছবি পোস্ট করেছেন তিনি। ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, জানি না আর কতবার রক্তাক্ত হতে হবে।
জানা গেছে, ফ্রান্সে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে রয়েছে তার মেয়ে মালতিও। ছবি শুটিংয়ের ফাঁকে মালতির সঙ্গে সময়ও কাটাচ্ছেন তিনি। দেশটির এদিক ওদিকে ঘুরে বেড়াতেও দেখা গিয়েছে মা ও মেয়েকে।
কয়েকদিন আগে মেয়েকে নিয়ে ভারতে এসেছিলেন পিগি চপস। মুম্বাইয়ে এসে প্রথমে ফারহান আখতার ও পরে সঞ্জয়লীলা বনশালির সঙ্গে একান্তে দেখাও করেন অভিনেত্রী। সূত্র বলছে, ফারহান আখতারের সঙ্গে ‘জি লে জারা’ ছবি নিয়ে কথা বলেছেন প্রিয়াঙ্কা।