আবাসিক হোটেলে অভিযান চালিয়ে গ্রেফতার ১৬

বরিশাল নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। এসময় হোটেলগুলো থেকে ৬ নারীসহ ১৬ জনকে আটক করেন তারা। এরা সবাই দেহজীবী, খদ্দের এবং দালাল।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবিরের নির্দেশে মঙ্গলবার দিনভর নগরীর আবাসিক হোটেলগুলোতে এই অভিযান পরিচালিত হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘নগরীর আবাসিক হোটেলে অনৈতিক কাজের খবরে অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছেন পায়রা বন্দর!সহযোগিতা করছেন মেঘনা ডিপো-ঠিকদার আলো! ।। এম. লোকমান হোসাঈন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *