বরিশালের গৌরনদীতে কালকিনি উপজেলা হিসাব রক্ষন অফিসের কর্মচারী সৈয়দ মাকসুদুল হাসান মুনিম ও তার সহযোগি শরীফ সুবেল ওরফে রামীমকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ঘোষেরহাট বাজার থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়- মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ঘোষেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে কালকিনি উপজেলা হিসাব রক্ষন অফিসের কর্মচারী সৈয়দ মাকসুদুল হাসান মুনিম ও তার সহযোগি শরীফ সুবেল ওরফে রামীমকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, বুধবার সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।