ইসরায়েলি হামলায় গাজায় আল-শিফা হাসপাতালে নিহত ১৭০

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালের আশপাশে অভিযান ও হামলায় শনিবার নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে।

এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, সেনারা প্রায় ১৭০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ৮০০ জনেরও বেশি সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। আর হাসপাতালের রোগী ও মেডিকেল সরঞ্জামের সুরক্ষার জন্য দেশটির নিরাপত্তা বাহিনী কাজ করছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনী সোমবার থেকে আল-শিফা হাসপাতালের আশেপাশে অভিযান চালিয়ে হাজার হাজার রোগী এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

গত বছর ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরাইল। এখনো দেশটির সেনারা গাজা উপত্যকায় প্রাণঘাতি সামরিক অভিযান চালিয়ে আসছে।

ইসরাইলের বর্বরতায় গাজায় এ পর্যন্ত ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু। আর এ পর্যন্ত প্রায় ৭৪ হাজার ৩০০ জন আহত হয়েছে।

Check Also

রাফায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৯ জনের মৃত্যু

ফিলিস্তিনের রাফায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন। তবে বেঁচে গেছে ওই পরিবারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *