ই-অরেঞ্জের মামলায় তিন আসামীকে ৫ দিনের রিমান্ড

ই-অরেঞ্জের মামলায় তিন আসামীকে ৫ দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার :: বহুল আলোচিত ই-অরেঞ্জের গুলশান থানার ১৪ (৮) ২১ নং মামলায় সোমবার (১৩ আগস্ট) এজাহারভুক্ত তিন আসামীকে ঢাকার বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং ২৮ এর সম্মানিত বিচারক জনাব মোরর্শেদ আল মামুন ভূঁইয়া এর আদালতে উপস্থাপনপুর্বক রাষ্টপক্ষ ১০ দিনের রিমান্ডের আবেদন করিলে আসামী মোঃ আমানউল্লাহ চৌধুরীর পক্ষে নিয়োজিত সুপ্রীমকোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাড. আব্দুল জাহিদ জোয়ারদার সহ আসামী পক্ষের অন্যান্য আইনজীবীগন রিমান্ডের বিরোধিতা পূর্বক উহা বাতিলের আবেদন করেন।

আসামী পক্ষের বিজ্ঞ আইনজীবীগন শুনানীতে উল্লেখ করেন যে, আসামীর রিমান্ডে পাঠানোর কোন যৌক্তিক কারন নেই বরং রিমান্ডে আসামীদের শারীরিক মানসিক নির্যাতনের আশংকা রয়েছে।আইনজীবী আরও উল্লেখ করেন যে ,অএ মামলার ঘটনার বিগত ২৮ এপ্রিল অথচ অএ আসামী উক্ত কোম্পানীতে যোগদান করিয়াছে বিগত ১ জুলাই। যেহেতু আসামী যোগদানের অনেক পূর্বের ঘটনা,তাই আসামীর উপর কোন দায় দায়িত্ব বর্তায় না।

সম্মানিত আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করে তিন আসামীর প্রত্যেকের ৫ দিন করিয়া রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামী পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে সতর্কতার সহিত ও আসামীদের মেডিকেল পরীক্ষা করিয়া তদন্তকারী কর্মকর্তাকে আসামীদের জিজ্ঞেসাবাদের আদেশ প্রদান করেন।

Check Also

সরকারী দায়িত্ব পালনের সময়, সরকারবিরোধী বক্তব্য

সরকারী দায়িত্ব পালনের সময়, সরকারবিরোধী বক্তব্য

সরকারী দায়িত্ব পালনের সময়, সরকারবিরোধী বক্তব্য ।। স্টাফ রিপোর্টার ॥ সরকারী দায়িত্ব পালনের সময় সরকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *