চোরাপথে এমন অনেক প্রাণী আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়, যার দাম লাখ লাখ টাকা। শুধু তাই-ই নয়, বেশ কিছু কীট এবং সরীসৃপও আছে যাদের আন্তর্জাতিক বাজারদরও বেশ চড়া। তার মধ্যে একটি হল ‘ডার্ট ব্যাঙ’। এই ব্যাঙ নানা রঙের এবং আকর্ষণীয় হয়। যদিও এগুলির রঙের সৌন্দর্যে মৃত্যু লুকিয়ে রয়েছে।
আকারে খুই ছোট এই ব্যাঙ। কিন্তু এক একটি ব্যাঙের শরীরে যে পরিমাণ বিষ মজুত থাকে, তাতে ১০ জনের মৃত্যু হতে পারে। তারপরও এই ব্যাঙের চাহিদা বিপুল। খবর আনন্দবাজারের
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মহামূল্যবান, একই সঙ্গে বিষাক্ত এই ব্যাঙ ‘পয়জন ডার্ট ফ্রগ’ নামে পরিচিত। কমলা, হলুদ, নীল, সবুজ— নানা আকর্ষণীয় রঙের হয় এই ব্যাঙ। ইউরোপ এবং আমেরিকায় অনেকেই এই ব্যাঙ পোষেন। এই ব্যাঙ সবচেয়ে বেশি পাওয়া যায় কলম্বিয়ায়। এখান থেকেই এই ব্যাঙের সবচেয়ে বেশি চোরাকারবার হয়।
এই ব্যাঙ খুবই দুর্লভ প্রজাতির। এই প্রজাতির ব্যাঙের মধ্যে সবুজ এবং কালো রঙের ব্যাঙ খুবই দুর্লভ। তবে কলম্বিয়ার ওফগা ব্যাঙের চাহিদা বিশ্বে সবচেয়ে বেশি।
কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ব্যাঙের শরীরে যে বিষ থাকে, সেই বিষ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। দ্বিতীয়ত, এই ব্যাঙ দেখতে আকর্ষণীয় হওয়ার কারণে আমেরিকা এবং ইউরোপে বহু পরিবার পোষেন। এই জন্য এই ব্যাঙের চাহিদা সব সময় বেশি থাকে।
এশিয়াতেও এই ব্যাঙের চাহিদা বাড়ছে। বেশ কয়েক বার পাচার করার সময় বিভিন্ন বিমানবন্দর থেকে উদ্ধারও হয়েছে এই ব্যাঙ।