একাধিক রাজ্যে জলদি খুলে যাচ্ছে স্কুল

অনলাইন ডেস্ক ঃ

করোনা মহামারির (Corona Pandemic) কারণে ভারতে গত দেড় বছর ধরে স্কুল (School) ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ৷ এইভাবে কার্যত পুরো শিক্ষণ ব্যবস্থা বন্ধ করে রেখে অনলাইনে পঠনপাঠন চলছে৷ করোনা ভাইরাসের প্রথম ও দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই এসে গেছে৷ এবার তৃতীয় ঢেউ আসার দিন গুনছে ভারত৷ ফের একবার রোজই নতুন করে ৪০ হাজার মানুষ করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছেন ৷ এরইমধ্যে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ সহ একাধিক রাজ্যে খুলবে স্কুল৷ ১৬ অগাস্ট থেকে স্কুল খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে ৷

করোনা অতিমারিতে শিক্ষাব্যবস্থা খারাপভাবে ধাক্কা খেয়েছে৷ গত বছরে লকডাউনের কারণে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে অনলাইন মাধ্যমের ভরসাতেই চলছে লেখাপড়া৷ এই বছরের শুরুতে কিছু স্কুল খুলেছিল, কিছু উঁচু ক্লাসের পড়ুয়া নিয়ে লেখাপড়া শুরু হয়েছিল৷ ৫০ শতাংশ ছাত্র-ছাত্রী নিয়ে হত ক্লাস৷ কিন্তু ফের করোনা ছড়িয়ে পড়ায় বন্ধ করে দিতে হয় স্কুল৷ দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় কেঁপে গিয়েছিল গোটা দেশ ৷

যে সব রাজ্য দ্রুত স্কুল খুলতে চলেছে তারমধ্যে পাঞ্জাব রয়েছে৷ তারা সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ইতিমধ্যেই খুলে গেছে৷ রাজ্য সরকার করোনা বিধি পালনে অসম্ভব জোর দিয়েছে৷ গৃহসচিব সমস্ত জেলা প্রশাসনকে কড়া নির্দেশ পাঠিয়েছে৷ দেওয়া হয়েছে চিঠি৷ স্কুলগুলি খোলা থাকবে এবং করোনা থেকে বাঁচার সব নিয়মবিধি মানতে হবে ৷ রাজ্য ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে স্কুল তখনই খোলা হবে যখন এলাকাভিত্তিক জনপ্রতিনিধিরা সেখানের পরিস্থিতি নজর রেখে স্কুল খোলার অনুমতি দেবেন৷ এরইসঙ্গে অভিভাবকদের অনুমতিও জরুরি ৷ করোনা সংক্রমণ ঠেকানোর সব নিয়ম মেনেই তবেই খুলছে স্কুল ৷

এদিকে উত্তরপ্রদেশও স্কুল খুলতে চলেছে ৷ দেশের সবচেয়ে জনবসতিপূর্ণ এলাকায় স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে৷ ১৬ অগাস্ট থেকে খুলতে চলেছে স্কুল ৷ ৫০ শতাংশ ছাত্র নিয়ে খোলা হবে স্কুল ৷ উচ্চশিক্ষার প্রতিষ্ঠান আগামী সেপ্টেম্বর মাস থেকে খোলা হবে ৷ অন্ধ্রপ্রদেশেও স্কুল ১৬ অগাস্ট থেকেই স্কুল খুলছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি স্কুল খোলার নির্দেশ দিয়েছেন৷ মুখ্যমন্ত্রী ১৬ অগাস্ট স্কুল খোলার সঙ্গে সঙ্গে নতুন শিক্ষানীতিও জারি করেছেন৷ এর আগে করোনা প্রভাবিত মহারাষ্ট্র ও গুজরাতে স্কুল জুলাই মাস থেকে খোলার কাজ শুরু হয়েছে ৷

Check Also

রাফায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৯ জনের মৃত্যু

ফিলিস্তিনের রাফায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন। তবে বেঁচে গেছে ওই পরিবারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *