এক শাড়ি নিয়ে দোকানের মধ্যে দুই নারীর চুলোচুলি, ভিডিও ভাইরাল
এক শাড়ি নিয়ে দোকানের মধ্যে দুই নারীর চুলোচুলি, ভিডিও ভাইরাল

এক শাড়ি নিয়ে দোকানের মধ্যে দুই নারীর চুলোচুলি, ভিডিও ভাইরাল

এক শাড়ি নিয়ে দোকানের মধ্যে দুই নারীর চুলোচুলি, ভিডিও ভাইরাল > আন্তর্জাতিক ডেস্ক : শাড়ির দোকানে চলছিল বেচাকেনা। দোকানের মধ্যে নারীদের ভিড়ে তিলধারণের জায়গা পর্যন্ত নেই। তার মধ্যেই একটি শাড়ি নিয়ে রণক্ষেত্রে পরিণত হলো দোকান। একই শাড়ি নিয়ে চুলোচুলি করতে দেখা যায় দুই নারীকে। এ সম্পর্কিত একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে, ঘটনাটি ভারতের বেঙ্গালুরুর মালেশ্বরমে ঘটেছে।

টুইটারে ভাইরাল হওয়া ওই ভিডিও ‘আরবৈদ্য২০০০’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। টুইটে উল্লেখ রয়েছে, দুই নারীর মধ্যে বাগ্‌বিতণ্ডার সূত্রপাত একটি ‘মাইসোর সিল্ক’ শাড়ি কেনা নিয়ে।

 

দোকানে ওই রঙের একটিই ‘মাইসোর সিল্ক’ ছিল। দুই নারীরই নজর ছিল ওই শাড়িতে। প্রথমে শাড়িটি নিয়ে টানাহেঁচড়া করার পর দু’জনের মধ্যে রীতিমতো মারপিট লেগে যায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে শাড়ি নিয়ে টানাটানি হওয়ার পর একজন অপর জনের ওপর চড়াও হন। ছেড়ে কথা বলেননি দ্বিতীয় নারীও। এর পর দু’জনেই একে অপরের চুল ধরে টানতে শুরু করেন। এক জনের কাপড় ধরেও টানতে থাকেন অপর জন। এরপর ওই দোকানে উপস্থিত কয়েক জনের মধ্যস্থতায় তাদের লড়াই থামে। টুইটারে ভাইরাল হওয়ার পর ওই ভিডিওটি নিয়ে অনেক ব্যবহারকারী মজার মজার মন্তব্য করেছেন।

সূত্র: এনডিটিভি

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে। 

Check Also

রাফায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৯ জনের মৃত্যু

ফিলিস্তিনের রাফায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন। তবে বেঁচে গেছে ওই পরিবারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *