৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা সহ অভিনেতার পুরস্কার জিতে নিলেন আমেরিকান অভিনেতা এবং আয়রন ম্যান তারকা রবার্ট ডাউনি জুনিয়র। ওপেনহেইমার সিনেমায় অভিনয়ের জন্য অস্কার পেলেন তিনি।
পুরস্কার জিতে রবার্ট ডাউনি জুনিয়র বলেন, আমি আমার ভয়ানক শৈশব এবং একাডেমীকে ধন্যবাদ জানাতে চাই।
বাফটা, গোল্ডেন গ্লোবস, ক্রিটিকস চয়েস এবং স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস জিতে অস্কারে যোগ্য দাবিদার ছিলেন রবার্ট ডাউনি জুনিয়র।
সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগের অস্কার জিতেছেন দ্য হোল্ডওভারস সিনেমার জন্য আমেরিকান তারকা ডে’ভাইন জয় র্যান্ডলফ। বাফটা, গোল্ডেন গ্লোবস, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড, ক্রিটিকস চয়েস ও ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডস জিতেন তিনি।
৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসর বসেছে ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে।