‘ওপেনহেইমার’ অস্কারে সেরা সিনেমা নিয়ে চলছে বিতর্ক!

অস্কারে বাজিমাত করেছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’; গত বছর মুক্তিপ্রাপ্ত সবচেয়ে আলোচিত সিনেমার একটি এটি। আণবিক বোমার জনক রবার্ট ওপেনহেইমারকে নিয়ে নির্মিত সিনেমাটি সেরা সিনেমা, সেরা পরিচালকসহ সর্বোচ্চ সাতটি শাখায় পুরস্কার পেয়েছে।
বাংলাদেশ সময় আজ ভোরে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডস ঘোষণা করা হয়েছে।

মুক্তির পরপরই আলোচনার ঝড় তুলেছিল ‘ওপেনহেইমার’; সিনেমাটি নিয়ে বিতর্কেরও শেষ নেই। কেউ কেউ অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মতাদর্শকে প্রচার করা হয়েছে।
সিনেমায় পারমাণবিক বোমা ও ওপেনহেইমারের সাফাই গাওয়া হয়েছে। জাপানে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ক্ষত বয়ে বেড়ানো মানুষের দুর্বিষহ অভিজ্ঞতাকে এড়িয়ে গেছেন নির্মাতা নোলান। বিষয়টি নিয়ে জাপানের মানুষের ক্ষোভও উঠে এসেছে।

এর বাইরে ভারতেও বিতর্কের মুখে পড়েছিল সিনেমাটি। ছবিটির একটি দৃশ্য নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। দৃশ্যটিতে যৌনসংগমের সময় গীতা পাঠ করতে দেখা গেছে সিনেমার অভিনেতাকে।

ছবির শুরুর দিকেই একটি দৃশ্য রয়েছে, যেখানে রবার্ট ওপেনহেইমারকে (কিলিয়ান মার্ফি) দেখা গিয়েছে তাঁর প্রেমিকা জিন ট্যাটলকের (ফ্লোরেন্স পিউ) সঙ্গে ঘনিষ্ঠ হতে। বইয়ের তাক থেকে পুরোনো বই বের করে আনেন জিন। পাতা খুলে দেবনাগরী হরফে লেখা শ্রীমদ্ভগবদ্গীতার শ্লোক পাঠ করার নির্দেশ দেন ওপেনহাইমেরকে। তা মেনে নেন নায়ক। এটা নিয়েই হিন্দুত্ববাদী বেশ কয়েকটি সংগঠন আপত্তি তুলেছে।
এর আগে ‘ওপেনহেইমার’ গোল্ডেন গ্লোব, বাফটাসহ অন্যান্য পুরস্কারে বাজিমাত করেছে।

Check Also

জুয়া কান্ডে গ্রেফতার বলিউড তারকা!

জুয়া কাণ্ডে গ্রেফতার বলিউড তারকা সাহিল খান। ভারতের ছত্তিশগড় থেকে আটক করা হয় এ তারকাকে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *