জাঞ্জিবার দ্বীপপুঞ্জের পেম্বা দ্বীপে সামুদ্রিক কচ্ছপের মাংস খেয়ে আট শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক মারা গেছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া আরও ৭৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
সামুদ্রিক কচ্ছপের মাংসকে জাঞ্জিবারে একটি উপাদেয় খাবার হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু এটি পর্যায়ক্রমে চেলোনিটক্সিজম নামের এক ধরনের খাদ্য বিষক্রিয়ার কারণে মৃত্যু ঘটায়।
মকোয়ানি জেলা মেডিকেল অফিসার ডা. হাজি বাকারি জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে এক নারী মারা গেছেন। তিনি মঙ্গলবার কচ্ছপের মাংস খেয়েছিলেন। গবেষণাগারে পরীক্ষায় দেখা গেছে, যারা মারা গেছেন তারা সবাই কচ্ছপের মাংস খেয়েছিলেন।
এর আগে ২০২১ সালের নভেম্বরে কচ্ছপের মাংস খেয়ে তিন বছর বয়সীসহ সাতজন পেম্বাতে মারা গিয়েছিলেন।