কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় প্রিমিয়ার ব্যাংক স্থানান্তরিত শাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টায় প্রেস ক্লাব ভবনের দ্বিতীয় ফ্লোরে ফিতা কেটে এ ব্যাংকটির শাখা উদ্বোধন করা হয়। প্রিমিয়ার ব্যাংক কলাপাড়া শাখার ম্যানেজার মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের এসইউডিপি এবং চিফ এইচ আর অফিসার মামুন মাহ্মুদ।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, প্রিমিয়ার ব্যাংক বরিশাল শাখা ব্যবস্থাপক কে এম শফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো.ফিরোজ শিকদার, কলাপাড়া পল্লি বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার সজিব পাল, কলাপাড়া প্রেসক্লব সভাপতি মো. হুমায়ন কবির প্রমুখ।
এসময় প্রিমিয়ার ব্যাংক এর গ্রাহক, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রিমিয়ার ব্যাংক কলাপাড়া শাখার সহকারি ব্যবস্থাপক মোসা.রুখসান আরা ইসলাম।