কাবায় ৩.৫ কিলোমিটার জুড়ে মুসল্লিদের কাতার

মক্কার গ্র্যান্ড মসজিদে (কাবা শরিফ) শুক্রবার তারাবি নামাজের সময় মুসল্লিদের নজিরবিহীন ভিড় লক্ষ্য করা গেছে। গালফ নিউজের এক প্রতিবেদনে ভিডিও প্রকাশ করে বলা হয়েছে, মুসল্লিদের বিশাল সমাবেশ ঘটে কাবা প্রাঙ্গণে।

খবরে বলা হয়েছে, মক্কার ইতিহাসে প্রথমবারের মতো মুসল্লিদের নামাজের কাতার গ্র্যান্ড মসজিদ থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত মালা এলাকায় প্রসারিত হয়।

একটি ভাইরাল ভিডিওতে শুক্রবার সন্ধ্যায় তারাবি নামাজের সময় মালা এলাকায় মুসল্লিদের বিশাল সমাবেশ দেখা গেছে। এই সময় গ্র্যান্ড মসজিদের নিরাপত্তা কর্মী ও কর্তৃপক্ষ সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে।

মক্কার গ্র্যান্ড মসজিদে সাধারণত রমজান মাসে বিশ্ব থেকে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানদের আগমন ঘটে। পবিত্র মাসে এটি মুসলমানদের ইবাদতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

আল মালা হলো মক্কার একটি জেলা, যা আবাসিক ও বাণিজ্যিক কারণে গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে আল মালা কবরস্থান। এটি মক্কার প্রাচীনতম কবরস্থানগুলোর মধ্যে একটি। সেখানে মহানবী মুহাম্মদ (সা.) এর অনেক সাহাবী এবং অন্যান্য বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বের কবর রয়েছে।

Check Also

রাফায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৯ জনের মৃত্যু

ফিলিস্তিনের রাফায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন। তবে বেঁচে গেছে ওই পরিবারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *