কারা পেলো এবারের অস্কার পুরস্কার?

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার। সোমবার (১১ মার্চ) বাংলাদেশ সময় ভোরবেলায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসেছে ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসর। এবার ২৩টি শাখায় পুরস্কার প্রদান করেছে অস্কার কর্তৃপক্ষ। চলুন জেনে নিই উল্লেখযোগ্য বিভাগে কারা পেলেন এবারের অস্কার পুরস্কার—

সেরা সিনেমা: ওপেনহেইমার
সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান (ওপেনহেইমার)

সেরা অভিনেতা: কিলিয়ান মারফি (ওপেনহেইমার)
সেরা পার্শ্ব অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহেইমার)

সেরা অভিনেত্রী: এমা স্টোর (পুওর থিংস)
সেরা পার্শ্ব অভিনেত্রী: ডা’ভাইন জয় র‌্যান্ডলফ (দ্য হোল্ডওভারস)

সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): আমেরিকান ফিকশন
সেরা মৌলিক চিত্রনাট্য: অ্যানাটমি অব আ ফল

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: দ্য জোন অব ইন্টারেস্ট
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: দ্য বয় অ্যান্ড দ্য হেরন
সেরা মৌলিক গান: হোয়াট ওয়াজ আই মেইড ফর?– বার্বি (বিলি আইলিশ, ফিনিয়াস ও’কনেল)

সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: ২০ ডেজ ইন মারিওপোল
সেরা সিনেমাটোগ্রাফি: ওপেনহেইমার

সেরা সম্পাদনা: ওপেনহেইমার
সেরা কস্টিউম ডিজাইন: পুওর থিংস

Check Also

জুয়া কান্ডে গ্রেফতার বলিউড তারকা!

জুয়া কাণ্ডে গ্রেফতার বলিউড তারকা সাহিল খান। ভারতের ছত্তিশগড় থেকে আটক করা হয় এ তারকাকে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *