কোটি টাকার মাদকসহ আটক সংগীতশিল্পী

কোটি টাকার মাদকসহ ব্যান্ড শিল্পী এনামুল কবির গ্রেফতার হয়েছেন পুলিশের হাতে। রাজধানীর রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকা থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদকসহ আটক করা হয় তাকে। এসময় এনামুলের এক সহযোগীকেও গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। তিনি জানান, শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রেবেলকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।

এদিকে পুলিশ জানিয়েছে পপগুরু আজম খানের ব্যান্ডের সদস্য ছিলেন এই এনামুল কবির রেবেল। এ বিষয়ে অ্নআজ বার দুপুরে রামপুরা থানায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরা হবে বলে সেসময় জানানো হয়।

Check Also

জুয়া কান্ডে গ্রেফতার বলিউড তারকা!

জুয়া কাণ্ডে গ্রেফতার বলিউড তারকা সাহিল খান। ভারতের ছত্তিশগড় থেকে আটক করা হয় এ তারকাকে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *