ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ক্ষুধাকে ‘যুদ্ধের অস্ত্র’ হিসাবে ব্যবহার করা হচ্ছে। মঙ্গলবার গাজায় ত্রাণ প্রবেশের সমস্যাকে ‘মানবসৃষ্ট’ বিপর্যয় বলে সমালোচনা করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ কথা বলেছেন।
নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে বোরেল বলেন, ‘এটি মানবিক সংকট … এটি প্রাকৃতিক দুর্যোগ নয়, বন্যা নয়, ভূমিকম্প নয়, এটি মানবসৃষ্ট।’
ইউরোপীয় ইউনিয়নের এই কর্মকর্তা গাজা যুদ্ধে ইসরায়েলের আচরণের জন্য বারবার সমালোচনা করেছেন।
স্থলপথে গাজায় ত্রাণ প্রবেশের মাত্রা যুদ্ধ-পূর্ব সময়ের অনেক নিচে এবং ত্রাণ সংস্থাগুলো দুর্ভিক্ষের সতর্কবার্তা দিয়েছে। বিদেশী সরকারগুলো তাই ত্রাণ পাঠানোর ক্ষেত্রে আকাশপথের দিকে ঝুঁকেছে এবং একটি সামুদ্রিক সাহায্য করিডোর স্থাপনের চেষ্টা করছে।
বোরেল বলেন, ‘যখন আমরা সমুদ্র বা আকাশপথে সহায়তা প্রদানের বিকল্প উপায় খুঁজি, তখন আমাদের মনে রাখতে হবে যে, আমাদের এটি করতে হবে,কারণ রাস্তার মাধ্যমে সহায়তা প্রদানের প্রাকৃতিক উপায়টি কৃত্রিমভাবে বন্ধ করা হচ্ছে।’