পটুয়াখালীর রাঙ্গাবালীর একটি খালে জাহাজ বিধ্বংসী অস্ত্র টর্পেডো উদ্ধার করে এলাকা থেকে সরিয়ে নিয়ে গেছে নৌ-বাহিনী। আজ সোমবার উপজেলার মৌডুবি ইউনিয়নের মরীকান্দা গ্রামের ভাঙা খাল থেকে টর্পেডোটি উদ্ধার করা হয়।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নৌ-বাহিনী এটিকে (টর্পেডো) উদ্ধার করে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত বানৌজা শেরে-ই-বাংলা নৌঘাঁটিতে নিয়ে গেছে।’
টর্পেডোটির কার্যক্ষমতার বিষয়ে হেলাল উদ্দিন জানান, এটির কার্যকারিতা আছে। তবে অনুশীলনে ব্যবহৃত হওয়ায় এটি ক্ষতিকারক নয়।
তিনি আরও বলেন, এটি বাংলাদেশের নয়। তবে কোন দেশের তা এখনও নির্ণয় করতে পারেনি তারা।
উল্লেখ্য, পানির তলদেশ থেকে যুদ্ধ জাহাজ বিধ্বংসী অস্ত্র টর্পেডো। গতকাল রোববার সকালে ভাসমান অবস্থায় রাঙ্গাবালীর মৌডুবি ইউনিয়নের ভাঙা খালে এমন একটি টর্পেডো সদৃশ বস্তু দেখতে পায় এলাকাবাসী। স্থানীয়রা বিষয়টি জানালে প্রথমে রাঙ্গাবালী পুলিশ এবং পরে কোস্টগার্ড পৌঁছায় সেখানে।
কোস্টগার্ড নিশ্চিত করে এটি টর্পেডো। খবর পেয়ে নৌ–বাহিনী এসে সন্ধ্যা থেকে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে ভাটা থাকায় খালে পানি কমে যাওয়ায় রাতে সেটি উদ্ধার করা যায়নি। পরে আজ সোমবার সকালে টর্পেডোটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।