গাজার ধংসস্তূপ পরিস্কারে সময় লাগবে ১৪ বছর

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অভিযানের ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অঞ্চলটি। এই বিপুল পরিমাণ ধ্বংসস্তূপ অপসারণ করতে ১৪ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (২৬ এপ্রিল) জেনেভায় একটি সংবাদ সম্মেলনে জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের (ইউএনএমএএস) সিনিয়র কর্মকর্তা পেহর লোধাম্মার একথা বলেন। খবর রয়টার্সের

পেহর লোধাম্মার বলেন, যুদ্ধের ফলে প্রায় ৩ কোটি ৭০ লাখ টন ধ্বংসাবশেষ এই ব্যাপক ঘনবসতিপূর্ণ অঞ্চলটিতে পড়ে আছে। গাজায় কী পরিমাণ অবিস্ফোরিত গোলাবারুদ আছে তা নির্ধারণ করা প্রায় অসম্ভব। সাধারণত স্থলবাহিনীর ছোড়া গোলাবারুদের অন্তত ১০ শতাংশ অবিস্ফোরিত ও বিকল থেকে যায়।

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, আমরা ১০০টি ট্রাক ব্যবহার করে ১৪ বছর ধরে পরিষ্কার কাজ চালানোর কথা বলছি।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন ৭৭ হাজারের বেশি মানুষ।

Check Also

রাফায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৯ জনের মৃত্যু

ফিলিস্তিনের রাফায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন। তবে বেঁচে গেছে ওই পরিবারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *