গৃহপরিচারিকার সঙ্গে দুর্ব্যবহার করে সমালোচনার মুখে পড়েছেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। এ মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তা দেখে হতবাক নেটিজেনরা।
ভারতীয় ধনকুবের শিল্পপতি রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির প্রাক-বিয়ের অনুষ্ঠানে পরিবার নিয়ে হাজির হয়েছিলেন রজনীকান্ত। আর সেখানে এমন আচরণ করেন বরেণ্য এই অভিনেতা।
ভিডিওতে দেখা যায়, পরিবারের অন্য সদস্যদের নিয়ে হেঁটে যাচ্ছেন রজনীকান্ত। তাদের সঙ্গে ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছেন এক গৃহপরিচারিকা। রজনীকান্তকে দেখে পাপারাজ্জিরা ছবি তুলতে চান। রজনীকান্ত তাদের আবদার রাখতে ক্যামেরায় পোজ দেবেন, এমন সময় দেখেন গৃহপরিচারিকাও তাদের সঙ্গে দাঁড়ানো। এরপর তাকে সেখানে সরে যেতে বলেন। গৃহপরিচারিকা সরে যাওয়ার পর ক্যামেরায় পোজ দেন রজনীকান্ত।
রজনীকান্ত তার গৃহপরিচারিকাকে যে ভঙ্গিতে সরে যেতে বলেছেন, তা ভালোভাবে মেনে নিতে পারেননি নেটিজেনরা। কারণ ভারতের অধিকাংশ সিনেমাপ্রেমীরা রজনীকান্তকে ‘নয়ণের মণি’ বলে মন্তব্য করে থাকেন। নেটিজেনদের অনেকে বলছেন— ‘এটি রজনীকান্তের সস্তা আচরণ।’
রজনীকান্তের এ ঘটনা নিয়ে নেট দুনিয়ায় সমালোচনা চললেও এখনো মুখে কুলুপ এঁটে আছেন তিনি।