গোয়ায় নিখোঁজ নেপালের মেয়রকন্যা আরতি

নেপালের সাবমেট্রোপলিটন সিটি ধাঙ্গাধির মেয়র গোপাল হামালের মেয়ে আরতিকে গত কয়েক দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

৩৬ বছর বয়সি মেয়েকে না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন গোপাল হামাল।

নিখোঁজ আরতিকে খুঁজতে নেপাল থেকে আরতির ছোট বোট আর বোনজামাই ভারতে আসেন। বিষয়টি নিয়ে এফআইআর হলে তদন্তে নামে পুলিশ।

বুধবার আরতিকে গোয়ার একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। উত্তর গোয়ার চোপদেম গ্রামের সেই হোটেলে আরতিকে পাওয়া যায়। আরতি গত এক মাস ধরে গোয়ায় ছিলেন।

পুলিশ জানিয়েছে, আরতিকে খুঁজতে গোয়ায় ব্যাপক তল্লাশি চালানো হয়। পুলিশের কাছে খবর ছিল যে, শেষবার যখন আরতিকে দেখা গিয়েছে, তখন তিনি সজ্ঞানে ছিলেন।

মেয়ের খোঁজ পাওয়ার পর নেপালের মেয়র গোপাল হামাল লেখেন- ‘গোয়াতে বসবাসকারী নেপালি ভাই ও বোনদের সাথে যারা অনুসন্ধানের কাজে সাহায্য করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার বড় মেয়ে আরতি, ছোট মেয়ে আরজু এবং জামাই একসাথে আছেন।’

Check Also

রাফায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৯ জনের মৃত্যু

ফিলিস্তিনের রাফায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন। তবে বেঁচে গেছে ওই পরিবারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *