ঘুমন্ত শিক্ষার্থীর ওপর এসিড নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে ঘুমন্ত অবস্থায় শিক্ষার্থীর ওপর এসিড নিক্ষেপ করার প্রতিবাদে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। এসিডে আহত উৎপল হালদার রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর ব্রিজে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাস চন্দ্র রায়, রহমতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হামিদুর রহমান, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, অভিভাবক সদস্য ইব্রাহিম হোসেন, ইয়াসমিন ও অভিভাবক উওম হালদারসহ অন্যন্যরা। মানববন্ধনে বক্তারা এসিড নিক্ষেপকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

উল্লেখ্য, গত ১০ মার্চ রাতে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা রফিয়াদি গ্রামের যতিন বাবুর বাড়িতে নামকীর্তন শুনে উৎপলসহ ছয়জন পাশের ব্যাপারী বাড়িতে ঘুমাতে যায়। ঘুমন্ত অবস্থায় জানালা দিয়ে এসিড ছোড়া হয়। উৎপলসহ দগ্ধ তিনজনকে স্বজনরা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

Check Also

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছেন পায়রা বন্দর!সহযোগিতা করছেন মেঘনা ডিপো-ঠিকদার আলো! ।। এম. লোকমান হোসাঈন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *