চতুর্থ শ্রেণীর ছাত্রী সারাকে বাঁচাতে সাহায্যের আবেদন ॥ ১০ বছরের শেখ আফরোজা সারা। নগরীর দি বরিশাল সরকারি প্রাঃ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
কিন্তু দীর্ঘ দুই মাস ধরে হার্টের কঠিন রোগে আক্রান্ত হয়ে স্কুলে যেতে পারছে না সারা। হার্টের ভিতরে ২ টি ছিদ্র রয়েছে। ধারদেনা ও জমানো কিছু টাকা ব্যয় করে চিকিৎসা করাতে গিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন সারার বাবা। চতুর্থ শ্রেণীর ছাত্রী সারাকে বাঁচাতে সাহায্যের আবেদন এগিয়ে আসুন।
চিকিৎসার অভাবে একমাত্র মেয়ের হার্টের ছিদ্র’র আকার বেড়েই চলেছে। মেয়েকে বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছেন তার মা-বাবা। নগরীর ১৫নং ওয়ার্ডের আমিরকুটির এলাকার বাসিন্দা শেখ শান্ত ও পলি বেগমের একমাত্র সন্তান সারা।
- আরো পড়ুন: মসজিদে নববীর ‘প্রতিবেশী’ শতবর্ষী কোরআনপ্রেমীর ইন্তেকাল
- আরো পড়ুন: মসজিদুল আকসা এতোটা গুরুত্বপূর্ণ কেন?
- আরো পড়ুন: ইতিহাসের সাক্ষী দশমিনার তালুকদার বাড়ি জামে মসজিদ
মেয়ের এমন দূরারোগ্য ব্যধি সম্পর্কে বাবা শান্ত বলেন, জন্মের পর সারা স্বাভাবিকভাবেই বেড়ে উঠছিল। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাঝে-মাঝে অসুস্থ হতে থাকে। খেলাধুলা কিংবা কিছু সময় দৌড়ালেই হাফিয়ে উঠত।
গত দুই মাস আগে হঠাৎ করেই শ্বাস-প্রশ্বাসে কষ্ট দেখা দেয়। পাশাপাশি বুকে ব্যথা শুরু হয়। পরে স্থানীয় চিকিৎসক দিয়ে দেখানো হয়। কিন্তু রোগ না সারায় চলতি বছরের গত আগষ্ট মাসে শেবাচিম হাসপাতালের কার্ডিওলজিস্ট ডাঃ এম সালেহ উদ্দিনকে দেখানো হয়।
সেখানে পরীক্ষা-নীরিক্ষার পরে হার্টে দুটি ছিদ্র ধরা পড়ে। পরে তার পরামর্শমতো ঢাকায় ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে শিশু কার্ডিওলজিস্ট ব্রিগেঃ জেনাঃ (প্রফেসর) ডাঃ নুরুন্নাহার ফাতেমাকে দেখাই।
তিনিও বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষার করে হার্টে দুটি ছিদ্র রয়েছে বলে জানান। সারার সুস্থতার জন্য ডাঃ নুরুন্নাহার ফাতেমা দ্রুত অপারেশনের কথা বলেন।
তা নাহলে ছিদ্র দুটি আরো বড় হয়ে যাবে বলে জানান। সারার বাবা আরো বলেন, অপারেশনের জন্য প্রয়োজন দুই থেকে আড়াই লাখ টাকা। টাকার যোগাড় না থাকায় মেয়েকে চিকিৎসা না করিয়ে বাড়িতে ফিরিয়ে এনেছি।
চিকিৎসক অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে অপারেশন করতে বলেছে। এদিকে চিকিৎসা না করাতে পারলে হয়তো মেয়েকে বাঁচাতে পারবেন না এমন চিন্তায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন সারার বাবা-মা।
সারার বাবা শান্ত সিকিউরিটির কাজ করেন। মেয়ের চিকিৎসার সামর্থ্য নেই তার। তাই নিরুপায় হয়ে একমাত্র মেয়েকে বাঁচাতে সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ওই দম্পতি।
মেয়ের চিকিৎসার জন্য তারা সমাজের বিত্তবান এবং দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদেন জানিয়েছেন। মেয়ের চিকিৎসার জন্য তারা সকলের কাছে দোয়া কামনা করেছেন। তাদেরকে আর্থিক সাহায্য পাঠাতে বা বিকাশ করার জন্য যোগাযোগের নাম্বার ০১৬৮৯৬৪১৭৩৩।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।