চমকের সাথে আসছে করণের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’

বলিউড নির্মাতা করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’সিনেমার মাধ্যমে তিন অভিনেতাকে পেয়েছিল ইন্ডাস্ট্রি। তারা হলেন বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্র ও আলিয়া ভাট। সিনেমাটি বক্স অফিসে সফলতাও লাভ করে। তারপর করণ টাইগার শ্রফকে বাজি ধরে সিনেমার সিক্যুয়েলে নিয়ে আসেন।

করণের সেই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অনন্যা পান্ডে ও তারা সুতারিয়া। যদিও সিনেমাটি পরিচালনা করেছিলেন পুনিত মলহোত্র।

আলোচনা শোনা যাচ্ছে, এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিকুয়েল নিয়ে আসছেন নির্মাতা করণ জোহর। তবে সেখানে রয়েছে চমক। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-৩’ তৈরি হবে ওয়েব সিরিজ হিসেবে। রবিবার একটি চলচ্চিত্র উৎসবে এ খবর প্রকাশ্যে এনেছেন ধর্মা প্রডাকশন্সের কর্ণধার।

সিরিজটি পরিচালনা করবেন রিমা মায়া। এর আগে ‘নকটার্নাল বার্গার’ সিনেমাটি পরিচালনা করেছিলেন তিনি। করণ বলেন, ‘‘রিমা মায়া ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’সিনেমার ওটিটি সংস্করণটি পরিচালনা করবেন। কিন্তু সেটা ওর দৃষ্টিভঙ্গি থেকেই তৈরি হবে। আমি সেখানে নাক গলাতে চাই না।’’

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ৩’সিনেমা নির্মাণের খবর প্রকাশ্যে আসতেই কোন কোন অভিনেতা থাকবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তৃতীয় সিকুয়েলে যে অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর থাকতে পারেন, তা দীর্ঘ দিন ধরেই শোনা যাচ্ছিল।

যদিও এই সিরিজ নিয়ে এখন পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। অতীতকে মাথায় রেখে ইন্ডাস্ট্রির একাংশের অনুমান, এ সিকুয়েলের মাধ্যমেও করণ তারকা সন্তানদের সুযোগ দিতে চলেছেন।

Check Also

জুয়া কান্ডে গ্রেফতার বলিউড তারকা!

জুয়া কাণ্ডে গ্রেফতার বলিউড তারকা সাহিল খান। ভারতের ছত্তিশগড় থেকে আটক করা হয় এ তারকাকে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *