চীনের উত্তরাঞ্চলের এক্সপ্রেসওয়ের টানেলের ভেতর একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে প্রাণ গেছে ১৩ জনের। আহত হয়েছেন অনেকে। আজ বুধবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এ খবর দিয়েছে।
সিসিটিভির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শাংসি প্রদেশের কর্তৃপক্ষ জানায়।
বাসটিতে ৫১ জন আরোহী ছিলেন। দুর্ঘটনাকবলিত বাসটি টানেলের দেয়ালে আছড়ে পড়ে।
সিসিটিভি জানায়, ঘটনাস্থল থেকে ১৩ জনের লাশ উদ্ধার করা হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করছে কর্তৃপক্ষ।
চীনে হরহামেশা সড়ক দুর্ঘটনা ঘটে। এর মূল কারণ নিরাপত্তার ঘাটতি।