ছাত্রলীগের বিতর্কিত নেতা মুনীমের বিরুদ্ধে তদন্ত কমিটি> স্টাফ রিপোর্টার ॥ বিতর্কিত ছাত্রলীগ নেতা আতিকুল্লাহ মুনীমের বিরুদ্ধে সময়ের বার্তায় সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন করেছেন কর্তৃপক্ষ। যেকোন সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে জানিয়েছেন বানারীপাড়া উপজেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম তালুকদার।
- পূর্বের সংবাদ আরো পড়ুন: শিক্ষকতা ফাঁকি দিয়ে রাজনীতিতে সরব ছাত্রলীগ নেতা মুনীম!
রফিকুল ইসলাম তালুকদার বলেন, সময়ের বার্তায় সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন করেছেন বরিশাল জেলা শিক্ষা অফিসার মো: আব্দুল লতিফ। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে, বানারীপাড়া উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার হুসনেরা বেগমকে।
- আরো পড়ুন: শিক্ষকতা ফাঁকি দিয়ে রাজনীতিতে সরব ছাত্রলীগ নেতা মুনীম!
- আরো পড়ুন: জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়ার ক্ষেত্রে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে
- আরো পড়ুন: জন্মনিয়ন্ত্রণ বড়ি যেসব নারী খেতে পারবে না
তদন্তকারী কর্মকর্তা বলেন, তদন্ত প্রতিবেদন ২/১ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দেয়া হবে। তবে প্রতিবেদন জমা প্রদানের পূর্বে এবিষয় কথা বলতে নারাজ তদন্ত কর্মকর্তারা। বরিশাল জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহর অনুসারী আতিকুল্লাহ মুনীম।
মুনীম ২০১৭ সালে বানারীপাড়া উপজেলাধীন কচুয়া রাড়ীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে যোগদানের পর থেকে সঠিক ভাবে স্কুলে না গিয়ে নানা অজুহাতে মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দায়সারাভাবে চলে আসছেন। আর প্রতিনিয়ত বরিশাল মহানগর আওয়ামীলীগ, ছাত্রলীগ সহ অংঙ্গ সংগঠনের সকল প্রোগ্রামে অংশ নিচ্ছেন।
এছাড়া, বরিশাল সিটি কর্পোশনের বিভিন্ন প্রোগ্রামে মেয়রের সাথে দেখা যাচ্ছে। ২০১৭ সালে চাকরীতে যোগদানের পর থেকে সরকারী কোন অনুমতি না নিয়ে একাধিকবার দেশের বাহিরে গমন করেছেন আতিকুল্লাহ মুনীম। যা সরকারী চাকরী বিধিমালা অনুযায়ী সম্পূর্ন বেআইনী।
- আরো পড়ুন: দুর্গন্ধ কীভাবে দূর করবেন
- আরো পড়ুন: প্রস্রাবের রঙ স্বাস্থ্য সম্পর্কে বলে দিবে
- আরো পড়ুন: সিজার কতবার করা নিরাপদ?
ক্ষমতার প্রভাব দেখিয়ে এভাবেই বছরের পর বছর স্কুল ফাঁকি দিয়ে আসছেন মুনীম। শিক্ষাকতা ফাঁকি দিয়ে রাজনীতিতে সরব ছাত্রলীগ নেতা মুনীমের বিরুদ্ধে ১৩ মার্চ সময়ের বার্তা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর বরিশাল জেলা শিক্ষা অফিসার মো: আব্দুল লতিফ,তদন্ত কমিটি গঠন করেছেন। তবে তদন্তকারী কর্মকর্তারা সঠিকভাবে তদন্ত করলে ফেঁেস যাবেন এই বির্তকিত শিক্ষক ও ছাত্রলীগ নেতা আতিকুল্লাহ মুনীম।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।