ছাত্রলীগের হামলায় আইএইচটি’র ২ শিক্ষার্থী আহত

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) বরিশালের শিক্ষার্থী ২ ছাত্রলীগ কর্মীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ অভিযোগ বরিশাল নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও আইএইচটি-এর সাবেক ছাত্রলীগ নেতা আরিফুর রহমান শাকিলসহ তার ২০-২৫ অনুসারীর বিরুদ্ধে।

গতকাল রোববার সন্ধ্যায় বান্দ রোড ও বঙ্গবন্ধু উদ্যান থেকে ওই দুই শিক্ষার্থীকে তুলে নিয়ে চাঁনমারি এলাকায় আটকে মারধর করা হয়।

এমন অভিযোগ তুলে সোমবার (২৯ এপ্রিল) সকালে বরিশাল কোতয়ালী মডেল থানায় আহতরা দুইটি পৃথক অভিযোগ দিয়েছে। তারা দুজন বর্তমানে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক। আহতদের একজন শাহরিয়ারের অভিযোগ, আইএইচটি’র সাবেক ছাত্রলীগ নেতা শাকিলের সঙ্গে রাজনীতি না করায় এ হামলা চালানো হয়েছে।

আহতরা হলো- আইএইচটি বরিশালের রেডিওলজি বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী তাহমিদুল হক, একই ব্যাচের ল্যাবরেটরি শিক্ষার্থী মো. শাহরিয়ার।

আহত তাহমিদুল হক থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, আরিফুর রহমান শাকিল, সম্রাট, সুমন, ফরহাদ ও অপুসহ ২০-২৫ জন মোটরসাইকেলে এসে তাহমিদুলকে তুলে নিয়ে যায়। এরপর চাঁনমারী এলাকার ইটখোলায় নিয়ে মারধর ও টাকা দাবি করা হয়। এসময় জীবননাশের হুমকিও দেয় বলে অভিযোগে বলা হয়েছে।

এদিকে আহত অপর শিক্ষার্থী শাহরিয়ার জানিয়েছেন, আসন্ন উপজেলা নির্বাচনে নিজেদের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য রোববার সন্ধ্যায় নগরীর সার্কিট হাউজের সামনের অফিস যান। সেখানে থেকে নেতাদের সাথে দেখা করে নগরীর চাঁদমারি এলাকার বান্দরোড সংলগ্ন একটি হোটেলে নাস্তা করেন। নাস্তা করে ক্যাম্পাসে ফেরার সময় আরিফুর রহমান শাকিলের নেতৃত্বে ১০-১৫ টি মোটরসাইকেল এসে তাহমিদকে তুলে নিয়ে যায়।

আহত শাহরিয়ার আরও বলেন, এরপর রাত সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু উদ্যান এলাকা থেকে তাকেও (শাহরিয়ার) এলাকায় তুলে নিয়ে মারধর করা হয়। আমরা আইএইচটি’র সাবেক ছাত্রলীগ নেতা শাকিলের রাজনীতি না করায় এ হামলা চালানো হয়েছে। তিনি (শাকিল) এখন যুবলীগ নেতা তার সঙ্গে ছাত্রলীগের ছেলেরা কেন রাজনীতি করবে?

এ বিষয়ে প্রধান অভিযুক্ত আরিফুর রহমান শাকিল বলেন, এ অভিযোগ মিথ্যা। তারা নিজেদের মধ্যে ঝামেলা করে আমাদের বিরুদ্ধে দায় চাপাচ্ছে। রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য এ কথা বলে বেড়াচ্ছে।

ওসি আরিচুল হক বলেন, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে দুই গ্রুপে আগে থেকেই বিরোধ রয়েছে। অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছেন পায়রা বন্দর!সহযোগিতা করছেন মেঘনা ডিপো-ঠিকদার আলো! ।। এম. লোকমান হোসাঈন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *