জমি নিয়ে দ্বন্দ্ব! সৎ মাসহ ভাইকে হত্যাচেষ্টা!
স্টাফ রিপোর্টার ॥ জমি নিয়ে দ্বন্দের জের ধরে ঘর-বাড়ি ভাংচুর, লুটপাট এবং সৎ মাসহ ভাইকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বরিশাল সদর উপজেলাধীন চরবাড়িয়া ইউনিয়নের চরবদানী এলাকার মৃত রশিদ খানের বাড়িতে।
হামলায় আহত সোহেল খান জানান, তার বাবার দ্বিতীয় ঘরের সন্তান তিনি। বাবার রেখে যাওয়া সম্পত্তি বড় ঘরের ছেলেরা জোরপূবর্ক ভোগদখল করে আসছেন।
- আরো পড়ুন: কোম্পানীর নাম পরিবর্তন ও অনুমোদনে আদালতের ক্ষমতা
- আরো পড়ুন: কোম্পানী ও সমিতির আইন
- আরো পড়ুন: কোম্পানীর নিয়ামাবলির আইনের দ্বিতীয় খণ্ড
থাকার জায়গা না থাকায় কিছুদিন পূর্বে স্থানীয়দের সহয়তায় একটি ঘর নির্মাণ করে সোহেল। এর পর থেকে ওই ঘরে বৃদ্ধ মাকে নিয়ে কোনমতে বসবাস করে আসছেন।
গত ১৫ জুন আগের ঘরের ভাই ও ভাইয়ের ছেলেরা যথাক্রমে, নজরুল ইসলাম রহিম, আব্দুল রফ বাচ্চু, মো: জসিম খান, সাওন খান,ইমতিয়াজ খানসহ অজ্ঞাত আরো ৮/১২ জন লোকজন মিলে নির্মাণাধীন ঘর ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দেয় এবং ঘরে থাকা সকল মালামাল লুটপাট করে নিয়ে যান।
- আরো পড়ুন:কোম্পানীর নাম যাচাই এবং পরিবর্তনের নিয়ম
- আরো পড়ুন:ব্যক্তিগত মামলায় সরকারি কর্মচারীকে গ্রেফতারের বিধান
- আরো পড়ুন:ফৌজদারী মামলায় অব্যাহতি প্রাপ্তদের বেতন ভাতা পরিশোধ সংক্রান্ত
স্থানীয়রা সোহেল খান ও সোহেল খানের মা জরিনা খাতুনকে উদ্ধার করে নগরীর শের-ই বাংলা হাসপাতালে ভর্তি করিয়েছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এতে প্রায় ২লাখ টাকার পরিমাণ ক্ষতি হয়েছে তাদের। এবিষয় পুলিশের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে, এখন পর্যন্ত কোন সহযোগিতা পাননি।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।