জমি নিয়ে দ্বন্দ্ব! সৎ মাসহ ভাইকে হত্যাচেষ্টা!

জমি নিয়ে দ্বন্দ্ব! সৎ মাসহ ভাইকে হত্যাচেষ্টা!

জমি নিয়ে দ্বন্দ্ব! সৎ মাসহ ভাইকে হত্যাচেষ্টা!

স্টাফ রিপোর্টার ॥ জমি নিয়ে দ্বন্দের জের ধরে ঘর-বাড়ি ভাংচুর, লুটপাট এবং সৎ মাসহ ভাইকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বরিশাল সদর উপজেলাধীন চরবাড়িয়া ইউনিয়নের চরবদানী এলাকার মৃত রশিদ খানের বাড়িতে।

হামলায় আহত সোহেল খান জানান, তার বাবার দ্বিতীয় ঘরের সন্তান তিনি। বাবার রেখে যাওয়া সম্পত্তি বড় ঘরের ছেলেরা জোরপূবর্ক ভোগদখল করে আসছেন।

থাকার জায়গা না থাকায় কিছুদিন পূর্বে স্থানীয়দের সহয়তায় একটি ঘর নির্মাণ করে সোহেল। এর পর থেকে ওই ঘরে বৃদ্ধ মাকে নিয়ে কোনমতে বসবাস করে আসছেন।

গত ১৫ জুন আগের ঘরের ভাই ও ভাইয়ের ছেলেরা যথাক্রমে, নজরুল ইসলাম রহিম, আব্দুল রফ বাচ্চু, মো: জসিম খান, সাওন খান,ইমতিয়াজ খানসহ অজ্ঞাত আরো ৮/১২ জন লোকজন মিলে নির্মাণাধীন ঘর ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দেয় এবং ঘরে থাকা সকল মালামাল লুটপাট করে নিয়ে যান।

স্থানীয়রা সোহেল খান ও সোহেল খানের মা জরিনা খাতুনকে উদ্ধার করে নগরীর শের-ই বাংলা হাসপাতালে ভর্তি করিয়েছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এতে প্রায় ২লাখ টাকার পরিমাণ ক্ষতি হয়েছে তাদের। এবিষয় পুলিশের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে, এখন পর্যন্ত কোন সহযোগিতা পাননি।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

Check Also

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছেন পায়রা বন্দর!সহযোগিতা করছেন মেঘনা ডিপো-ঠিকদার আলো! ।। এম. লোকমান হোসাঈন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *