সন্তানকে নিয়ে সব বাবা মায়েরই স্বপ্ন থাকে। অপু বিশ্বাসও তার ব্যতিক্রম নন। দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে সন্তান জয়। তাই নায়িকার ভাবনাও বাড়ছে। সিদ্ধান্ত নিয়েছেন দেশে রাখবেন না। পড়াশুনার জন্য বিদেশ পাঠাবেন জয়কে। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান অপু।
তিনি বলেন, যখন আমি আমার জয়কে নিয়ে প্রথম টিভিতে আসি তখন শুধুই একজন মায়ের জায়গা থেকে এসেছিলাম। এটার জন্য অনেক কথা শুনতে হয়েছে। সেই সঙ্গে এখন সামাজিক মাধ্যম যতটা উপকারী আমার মনে হয় তার থেকে বেশি ক্ষতিকর। মানুষ অনেক কথাই বলবে। সেগুলোকে পাত্তা দিলে নিজেদের ক্ষতি। যাহোক, সবকিছু মিলে বছরটি সাজিয়েছি।
অপু বলেন, ছেলেকে বিদেশে পাঠালেও জয় ও নিজের কাজ নিয়ে থাকব। জয়ের বাবা শাকিবও সেভাবেই থাকবে। সেখানে জয় একা থাকবে না। আমাদের পরিবারের সদস্যরা মিলেমিশেই থাকা হবে। কারণ, জয় শুধু আমার জীবনেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়, ও আমাদের পরিবারের সবার কাছেই গুরুত্বপূর্ণ।
এদিকে অপু জানান, একরত্তি সন্তানকে বিদেশ পাঠানোর সিদ্ধান্তে মন খারাপ হয়েছিল শাকিবের পরিবারের। তবে তাদের বুঝিয়ে রাজি করাত্বে সক্ষম হয়েছেন নায়িকা।