ঝালকাঠিতে ইটভাটা বন্ধ করে দিলো প্রশাসন

ঝালকাঠিতে বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন। বুধবার (১৩ মার্চ) সকাল ১০টা থেকে একযোগে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়া হয়।

লাইসেন্স না থাকায় ঝালকাঠি সদর উপজেলার আব্দুল করিম ব্রিকস্, এআরএস ইটভাটা ও এমএনবি ব্রিকস্ বন্ধ করে দেয়া হয়। এর পাশাপাশি আব্দুল করিম ব্রিকসকে এক লাখ টাকা, এআরএস ইটভাটাকে ৫০ হাজার টাকা ও এমএনবি ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিন উদ্দিন অভিযান পরিচালনা করেন।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন, হাইকোর্টের নির্দেশ রয়েছে, অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়ার। এরই আলোকে আজ ঝালকাঠিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত সদর উপজেলার দুটি ইটভাটা জরিমানা করে বন্ধ করে দেয়া হয়েছে। পর্যাক্রমে অন্য ইটভাটায় অভিযান চালানো হবে।

Check Also

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছেন পায়রা বন্দর!সহযোগিতা করছেন মেঘনা ডিপো-ঠিকদার আলো! ।। এম. লোকমান হোসাঈন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *