ঝালকাঠির এসআই কামালের নারী কেলেঙ্কারির ভিডিও ফাঁস!
ঝালকাঠির এসআই কামালের নারী কেলেঙ্কারির ভিডিও ফাঁস!

ঝালকাঠির এসআই কামালের নারী কেলেঙ্কারির ভিডিও ফাঁস!

ঝালকাঠির এসআই কামালের নারী কেলেঙ্কারির ভিডিও ফাঁস! স্টাফ রিপোর্টার ॥ ঘরে স্ত্রী থাকার পরেও ২ নারীকে নিয়ে ফূর্তিতে ব্যস্ত ঝালকাঠি পুলিশের কর্মকর্তা মোস্তফা কামাল! একান্ত সময় কাটানোর পর ওই ২ নারীকে নিয়ে নিজ মোটরসাইকেল যোগে স্থান ত্যাগ করেন তিনি।

এ সময়ের একাধিক ভিডিও আসে সময়ের বার্তার কাছে। মোস্তফা কামাল ঝালকাঠীর ডিএসবি পুলিশের এসআই পদে কর্মরত আছেন। ভিডিওটি মোস্তফা কামালের কি-না এবিষয় এলাকাবাসী ও স্থানীয়রা সময়ের বার্তাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশি ক্ষমতার অপব্যবহার করে মোস্তফা কামাল ঝালকাঠিতে গড়ে তুলেছেন ভ্রাম্যমাণ পতিতালয়।

এছাড়াও বিভিন্ন পতিতালয়ে এসআই মোস্তফা কামলের রয়েছে নিয়মিত আনাগোনা। সময়ের বার্তা‘র হাতে প্রাপ্ত ভিডিওগুলো পর্যালোচনা করে দেখা যায়, চলতি মাসের ২ এপ্রিল বরিশালের ঝালকাঠী জেলা সদর এর ব্রাক মোড় (সিআইডি) অফিসের সামনে খান প্যালেস নামক ভবনের ৫ তলায় ই-০৩ ফ্লাটে দুইজন নারী নিয়ে সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রবেশ করে এসআই মোস্তফা কামাল, একান্ত সময় কাটানোর পর রাত ৮টা ৫৭ মিনিটে অথাৎ প্রায় ৩ ঘন্টা পর ফ্লাট থেকে বের হন তারা।

আরো পড়ুনঃ

ফ্লাট বাসা থেকে বের হওয়া ২ নারীর পিছনে পিছনে এসআই মোস্তফা কামালও বের হন। মোস্তফা কামাল ক্যাচি গেট এর তালা খুলে ওই নারীদের নিয়ে তার নিজের মোটরসাইকেল যোগে দ্রুত স্থান ত্যাগ করেন।

খোঁজ নিয়ে জানা যায়, মোস্তফা কামাল যে ফ্লাটে নারীদের নিয়ে প্রবেশ করেছেন, তা কনস্টেবল হুমায়ুন কবির এর ভাড়াকৃত বাসা। প্রথমে বাড়ির মালিক ওবায়দুল দাবী করেন, এসআই মোস্তফা কামাল তার বাসায় ভাড়া থাকেন ও মোস্তফা কামালের সাথে আসা এবং সাথে যাওয়া দুই নারী মোস্তফার স্বজন। খানিক বাদেই ভোল পাল্টান বাড়ির মালিক ওবায়দুল।

ঝালকাঠী ডিএসবি পুলিশের এসআই মোস্তফা কামালের তথ্য-প্রমাণ, ওবায়দুলের কাছে, তুলে ধরার পর এবিষয় তিনি কিছুই জানেন বলে মন্তব্য করেন বাড়ির মালিক ওবায়দুল এবং সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন।

https://fb.watch/rHuYpRDDGe/

বাড়ির মালিক ওবায়দুল আরও বলেন ই-০৩ ফ্লাটের ভাড়াটিয়া পুলিশ কনেস্টবল হুমায়ুন কবিরের, এসআই মোস্তফা কামাল নামে তিনি কাউকে চেনেন না।

এবিষয় ঝালকাঠী ডিএসবির এসআই মোস্তফা কামাল এর কাছে মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে, জবাব না দিয়ে ফোন কেটে দেন। পরবর্তিতে একাধিকবার ফোন ও এসএমএস করা হলেও কোন জবাব পাওয়া যায়নি এসআই মোস্তফা কামালের। এদিকে ঘটনা ধামাচাঁপা দিতে খান প্যালেস এর সিসি টিভি‘র ফুটেজ ডিলিট করে দেন তিনি।

খান প্যালেস সিসি টিভি ফুটেজ ডিলিট করা হলেও সময়ের বার্তা‘র কাছে আগেই চলে আসে উক্ত সিসি টিভির ফুটেঁজ। যা সময়ের বার্তা‘র ইউটিউব ও ফেইসবুক পেজে ভিডিওটি আপলোড করার সাথে সাথে ভাইরাল হয়ে যায়।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে

Check Also

দেশে আমদানি না করেই ২‘শ থ্রি হুইলারের বিআরটিএ‘র রেজিস্ট্রেশন!

দেশে আমদানি না করেই ২‘শ থ্রি হুইলারের বিআরটিএ‘র রেজিস্ট্রেশন!

দেশে আমদানি না করেই ২‘শ থ্রি হুইলারের বিআরটিএ‘র রেজিস্ট্রেশন! ।। এম. লোকমান হোসাঈন ॥ জাল-কাগজপত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *