ঢাকায় প্রকৌশলী চাপা দিয়ে নিহতের ঘটনায় বাসের চালক গ্রেফতার

ঢাকায় ‘রাইদা পরিবহণ’-এর এক জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলীকে চাপা দিয়ে নিহতের ঘটনায় চালক মাহমুদ হাসানকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২০ এপ্রিল) ভোরে র‌্যাব-১ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

গ্রেফতার ব্যক্তির নাম হাসান মাহমুদ হিমেল। তিনি বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরের হারুন অর রশিদ আকনের ছেলে।

এর আগে শুক্রবার (১৯ এপ্রিল) সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে এ ঘটনা ঘটে। তখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনালের সীমানা প্রাচীর ভেঙে বাসটি ঢুকে যায়। এ সময় বাসের চাপায় সিভিল অ্যাভিয়েশনের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকী নিহত হন।

র‌্যাব জানায়, ঘটনার পরপরই চালক মাহমুদ পালিয়ে যায়। তিনি ঢাকা ত্যাগ করে নিজ বাড়ি বরিশালের হিজলায় গিয়ে অবস্থান নেন। র‌্যাবের অনুসন্ধানে মাহমুদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত চালককে গ্রেফতার শেষে ঢাকার সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Check Also

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছেন পায়রা বন্দর!সহযোগিতা করছেন মেঘনা ডিপো-ঠিকদার আলো! ।। এম. লোকমান হোসাঈন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *