ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী অংশে গত মঙ্গলবার (৯ এপ্রিল) থেকে সোমবার (১৫ এপ্রিল) দুপুর পর্যন্ত সাতটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহতসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।
ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঈদের ছুটি কাটাতে মোটরসাইকেল যোগে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গত মঙ্গলবার (৯ এপ্রিল) ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বটতলা নামক এলাকায় ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি বাসের চাঁপায় মোটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাই নিহত হয়।
নিহতরা হলেন- উজিরপুর উপজেলার নারায়নপুর গ্রামের হাবুল সরদারের ছেলে উজ্জল সরদার (২৭) এবং তার শ্যালক বাখেরগঞ্জ উপজেলার গুয়াখোলা এলাকার জালাল হাওলাদারের ছেলে দ্বীন ইসলাম (১৮)। এছাড়াও বিগত এক সপ্তাহে মহাসড়কের গৌরনদী অংশে পৃথক ছয়টি দুর্ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়।
বরিশাল গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, ঈদ উপলক্ষে মহাসড়ক নিরাপদ রাখতে নিরলস ভাবে কাজ করেছেন হাইওয়ে পুলিশের সদস্যরা। এরপরও কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।