তীব্র গরমের জন্য শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়লো ৪ শিক্ষার্থী

বরগুনার বেতাগী উপজেলায় প্রচণ্ড গরমে দুটি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে তিন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করা হলেও একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিদ্যালয় দুটি হলো পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কাইয়ালঘাটা মাধ্যমিক বিদ্যালয়।

পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিজ্ঞান বিভাগ) স্বপন কুমার ঢালী বলেন, দুপুরে সূর্যের তাপমাত্রা যখন অসহনীয় পর্যায়ে, সেই সময় বিদ্যুৎ ছিল না। দুপুর সাড়ে ১২টার দিকে সপ্তম শ্রেণির দুই ছাত্রী শ্রেণিকক্ষে গরমের কারণে অসুস্থ হয়ে পড়ে। এরপর বিদ্যালয়ের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অভিভাবকের সহযোগিতায় তাদের একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কাইয়ালঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিজ্ঞান বিভাগ) মিলন মন্ডল বলেন, ‘বিদ্যালয়ে পাঠদান চলার সময় দশম শ্রেণির দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের আমরা বিদ্যালয়ে বসে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়েছি। ওই সময় বিদ্যুৎ ছিল না। এ কারণে অতিরিক্ত গরমে তারা অসুস্থ হয়ে পড়ে।’

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থীরা দুর্বলতার কারণে অসুস্থ হয়ে পড়েছে। প্রয়োজনীয় চিকিৎসাসেবা চলছে।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ বলেন, শিক্ষার্থী অসুস্থ হওয়ার বিষয়টি তাঁকে কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানাননি।

Check Also

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছেন পায়রা বন্দর!সহযোগিতা করছেন মেঘনা ডিপো-ঠিকদার আলো! ।। এম. লোকমান হোসাঈন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *