দক্ষিণ কোরিয়ায় যাচ্ছে ময়না

জাজ মাল্টিমিডিয়ার সিইও মো. আলিম উল্যাহ খোকন প্রযোজিত মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র ‘ময়না’। ছবিটি দক্ষিণ কোরিয়ার ২১তম আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে।

আয়োজকরা ২৬ মার্চ এক ই-মেইল বার্তায় সিনেমার পরিচালক মনজুরুল ইসলাম মেঘকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মেঘ জানান, আগামী ৮ থেকে ২৪ আগস্ট ১৫ দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবটি গত ২১ বছর যাবৎ বিশ্ব চলচ্চিত্রের অলিম্পিক হিসেবে বিশ্বব্যাপী মর্যাদা পেয়েছে।

পরিচালক মনজুরুল ইসলাম মেঘ বলেন, ‘আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ চলচ্চিত্র উৎসব নির্মাতাদের কাছে একটি স্বপ্নের উৎসব। সারা পৃথিবীর বড় বড় পরিচালক এ উৎসবে অংশগ্রহণ করার জন্য অপেক্ষায় থাকেন। এ উৎসব কর্তৃপক্ষ একটি দেশ থেকে ১টি চলচ্চিত্রই মনোনয়ন দিয়ে থাকে। আমার জানামতে, বাংলাদেশ থেকে ময়নাই প্রথম সিলেকশন পেল।’

মনজুরুল আরও জানান, ২০টি দেশের ২০ জন পরিচালক এ উৎসবে অংশগ্রণের জন্য চূড়ান্ত হয়েছেন।

এর আগে লন্ডনের ২৫তম ইএমএমএএস বিবিসি ফেস্টিভ্যাল অব মাল্টিকালচারাল ২০২৩ এ ময়না সেরা ফিল্ম প্রডাকশন পুরস্কার বিজয়ী হয়েছে। ইতালির কলিজিয়াম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ এবং ভারতের মুম্বাইয়ে গোল্ডেন জুরি চলচ্চিত্র উৎসব ২০২৩ এ সেমিফাইনালিস্ট হিসেবে বিশেষ পুরস্কার পেয়েছে। এ ছাড়া ইউরোপ, আমেরিকা, আফ্রিকা মহাদেশের কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ময়না অফিসিয়াল সিলেকশন পেয়েছে।

ময়না সিনেমার প্রযোজক মো. আলিম উল্যাহ খোকন বলেন, ‘ময়না একটি বাস্তব গল্পের সিনেমা। প্রযোজক হিসেবে আমি নির্মাতার সিনেমায় সন্তুষ্ট। ছবিটি নিয়ে দেশে-বিদেশে আলোচনা হচ্ছে, এটা আমাকে আনন্দ দিচ্ছে। আমার উদ্দেশ্য এটাই ছিল যে, ভালো মানের একটি সিনেমা বানাবো।

ময়না সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা রাজ রিপা। এ ছাড়া অভিনয় করেছেন চিত্রনায়ক কায়েস আরজু, আমান রেজা, আফ্ফান মিতুল, জিলানী, শিশির, মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সুচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনা, বিশেষ চরিত্রে আপন, শিশুশিল্পী জান্নাতুল ভোর।

Check Also

জুয়া কান্ডে গ্রেফতার বলিউড তারকা!

জুয়া কাণ্ডে গ্রেফতার বলিউড তারকা সাহিল খান। ভারতের ছত্তিশগড় থেকে আটক করা হয় এ তারকাকে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *