এক যুগ আগে মিডিয়ায় কাজ শুরু করেছিলেন অভিনেত্রী তানিন সুবাহ। সিনেমা ও নাটক- দুই মাধ্যমেই অভিনয় করেছেন নিয়মিত। কিন্তু গত দুই বছর তাকে পর্দায় কিংবা ক্যামেরার সামনে দেখা যায়নি।
ফিরতি যাত্রায় অভিনয় করেছেন একটি ধারাবাহিক নাটকে। নাম ‘রসের হাড়ি বাড়াবাড়ি’। টিপু আলম মিলনের গল্প ভাবনায় আকাশ রঞ্জনের পরিচালনায় নির্মিত হচ্ছে এই নতুন ধারাবাহিকটি।
এ নাটকে তানিনকে দেখা যাবে জুলেখা নামে একটি চরিত্রে। নাটকটি প্রচার হবে বৈশাখী টিভিতে।
দীর্ঘদিন পর অভিনেতা ফেরা ও এ নাটক প্রসঙ্গে তানিন সুবহা বলেন, ‘ব্যক্তিগত ব্যস্ততার জন্য কিছুদিন অভিনয় থেকে দুরে ছিলাম। ভাবলাম, এখন আবারও ক্যামেরার সামনে দাঁড়ানো যায়। তাই শুরু করলাম। যে নাটকটি দিয়ে শুরু করেছি সেটার গল্প দারুণ। প্রথম দিন শুটিং করেছি, খুব ভালো লেগেছে।’
এখন থেকে নিয়মিত হবেন কী জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘ইচ্ছা তো আছে। নাটকেই নিয়মিত হওয়ার ইচ্ছা। সিনেমা যদি ভালো গল্প ও চরিত্র হয় তাহলে কাজ করবো।’
এদিকে বিরতিতে যাওয়ার আগে এ অভিনেত্রী শেষ করেছেন জাভেদ মিন্টুর পরিচালনায় ‘দুই রাজকন্যা’, ‘বীর মাতা’ এবং গাজী জাহাঙ্গীরের পরিচালনায় ‘প্রেমের বাঁধন’ নামে তিনটি সিনেমার কাজ। এগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।