বরিশালের বাকেরগঞ্জে হিট স্ট্রোকে রিয়াজ হাওলাদার নামের এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। শনিবার বিকালে কলসকাঠি বাজারে উপজেলা নির্বাচনে এক প্রার্থীর পক্ষে প্রচার চালানোর সময় হিট স্ট্রোকে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেন।
রিয়াজ হাওলাদার কলসকাঠী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একই এলাকার মজিবার হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রাজিব তালুকদারের পক্ষে তার মা সাবেক এমপি পারভিন তালুকদারের সঙ্গে কাপ-পিরিচ মার্কায় গণসংযোগ চালিয়ে ফেরার পথে রিয়াজ হাওলাদার অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজকে মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুনায়েম সাদ জানান, ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে রিয়াজ হাওলাদার হিট স্ট্রোকে মারা গেছেন।