নৌকার টিকিট পেলেন মহানগর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর।। জেলা পরিষদ নির্বাচনে নৌকার টিকিট পেলেন বরিশাল মহানগর আ’লীগের সভাপতি অ্যাড. একেএম জাহাঙ্গীর।
দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শনিবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
- আরো পড়ুন:বৈধপথে ইউরোপে প্রবেশে যে ভিসা দরকার
- আরো পড়ুন: পর্তুগালে গেলেই কি নাগরিকত্ব পাওয়া যাবে?
- আরো পড়ুন: ইউরোপের যে ৬ টি দেশে ভিসা পাওয়া সহজ
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়া গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
এই আসনে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনকে, যিনি এখন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য পদে আছেন।
- আরো পড়ুন: যুক্তরাষ্ট্র-ইসরাইলের প্রতিষ্ঠানে হ্যাকারদের হামলা
- আরো পড়ুন: শিক্ষা ভিসার আবেদন নিচ্ছে যুক্তরাষ্ট্র
- আরো পড়ুন: আমেরিকা যাওয়ার সহজ ৮ উপায়
বরিশালে মনোনয়ন পেলেন যারা: বরিশাল মহানগর আ’লীগের সভাপতি অ্যাড. একেএম জাহাঙ্গীর, ঝালকাঠির খান সাইফুল্লাহ পনির,
পিরোজপুরের সালমা রহমান, ভোলার আব্দুল মুমিন টুলু, পটুয়াখালীর মো: খলিলুর রহমান ও বরগুনা জেলার মো: জাহাঙ্গীর কবির।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।