পরিণীতি-প্রিয়াংকার সম্পর্কে ফাটল!

গত ১৩ মে দিল্লির কপূরথলা হাউসে একে অপরকে আংটি পরিয়েছিলেন আম আদমি পার্টি তথা আপ সংসদ সদস্য রাঘব চড্ডা ও বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তার মাস চারেক পরে রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে সাত পাক ঘুরেছেন যুগল। অথচ জীবনের নতুন অধ্যায়ের শুরুর দিনেই পাশে রইলেন না তার প্রিয় ‘মিমি দিদি’ অর্থাৎ প্রিয়াংকা।

পরিণীতির বিয়ের অনুষ্ঠানে অভিনেত্রীর অনুপস্থিতি নিয়ে বলিউডে আলোচনা শুরু হয়। প্রিয়াংকার মা মধু চোপড়া অবশ্য তার মেয়ের অনুপস্থিতির কারণ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘বিয়ের জন্য আগে থেকে কাজ সামলানোর অনেক চেষ্টা করেছিল প্রিয়াংকা; কিন্তু শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় বোনের বিয়েতে আসতে পারল না।’

চলতি বছরে এপ্রিল মাসের গোড়ায় বাগদান পর্ব সারেন প্রিয়াংকার ভাই সিদ্ধার্থ চোপড়া। তার দীর্ঘকালীন প্রেমিকা নীলম উপাধ্যায়ের সঙ্গে আংটিবদল করেন তিনি। প্রিয়াংকার ভাইয়ের আংটিবদলের অনুষ্ঠানে ছিলেন না পরিণীতি; কিন্তু হাজির ছিলেন প্রিয়াংকার অন্য চাচাতো বোন মন্নরা চোপড়া।

হিন্দি ছবির পাশাপাশি তামিল, তেলুগু এবং কন্নড় ভাষার ছবিতে অভিনয় করেন মন্নরা। ২০২৩ সালে ‘বিগ বস’-এর ১৭তম সিজনে প্রতিযোগী হিসাবেও অংশগ্রহণ করতে দেখা যায় মন্নরাকে।

বলিপাড়ায় কানাঘুষ শোনা যায়, পরিণীতির চেয়ে মন্নরার সঙ্গে ভালো সম্পর্ক প্রিয়াংকার। পরিণীতিকে নাকি খানিকটা এড়িয়েই চলেন প্রিয়াংকা। তাই পারিবারিক অনুষ্ঠানে একজন হাজির হলে অন্যজন অনুপস্থিত থাকেন।

বলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, সম্প্রতি প্রিয়াংকা যখন ভারতে এসেছিলেন, তখন নাকি পরিণীতির সঙ্গে দেখা করেননি। এমনকি বিয়ের অনুষ্ঠানেও না আসায় প্রিয়াংকার ওপর অভিমান করেন পরিণীতি। দুই বোনের সম্পর্কে চিড় ধরেছে, এমনটাই দাবি করে বলিপাড়ার একাংশ।

Check Also

জুয়া কান্ডে গ্রেফতার বলিউড তারকা!

জুয়া কাণ্ডে গ্রেফতার বলিউড তারকা সাহিল খান। ভারতের ছত্তিশগড় থেকে আটক করা হয় এ তারকাকে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *