রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেভ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আসলে পাগল ও যুক্তরাষ্ট্রের জন্য ‘কলঙ্ক’। নিজেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের সঙ্গে তুলনা করার কোনো অধিকার তার নেই।
সম্প্রতি মার্কিন সম্প্রচারমাধ্যম এমএসএনবিসির সাংবাদিক জোনাথন কেপহার্টকে দেওয়া সাক্ষাৎকারে গাজায় ইসরায়েলি আগ্রাসনের দিকে ইঙ্গিত করে বাইডেন বলেন, ২০০১ সালের সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র যেমন ভুল করেছিল, ইসরায়েলের উচিত হবে সেরকম ভুল না করা।
সাক্ষাৎকারে বাইডেন আরও বলেন, যুক্তরাষ্ট্র ভুল করেছে। আমরা ওসামা বিন লাদেনকে না পাওয়া পর্যন্ত তার পেছনে লেগে ছিলাম, কিন্তু আমাদের ইউক্রেনে যাওয়া উচিত হয়নি। মূলত বাইডেন ইরাক ও আফগানিস্তানে মার্কিন অভিযানের বিষয়টি বোঝাতে চেয়েছিলেন। কিন্তু ভুল করে তিনি ইউক্রেন উচ্চারণ করে ফেলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) বাইডেনের এই ভুলের একটি ক্লিপ শেয়ার করে মেদভেদেভ সেটির ক্যাপশনে লিখেছেন, পাগল ও বোকরাই এভাবে সত্য কথা বলে ফেলে। রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্টের দাবি, এর মাধ্যমে প্রমাণ হয় যে বাইডেনের মানসিক স্বাস্থ্য বেশ দুর্বল।
এর আগে অপর এক টুইটে মেদভেদেভ বলেছিলেন, স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বাইডেন নিজেকে ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্টের সঙ্গে তুলনা করেছেন। এই তুলনার কোনো যৌক্তিক ভিত্তি নেই। রুজভেল্ট হুইলচেয়ারে চলাফেরা করা একজন দুর্বল মানুষ হলেও, যুক্তরাষ্ট্রকে তিনি মন্দা থেকে উদ্ধার করেছিলেন। কিন্তু বাইডেন একজন পাগল ও মানসিকভাবে অসুস্থ ব্যক্তি, যিনি বিশ্বমানবতা ধ্বংস করার কাজ করে যাচ্ছেন।
মেদভেদেভ আরও বলেন, রুজভেল্ট সোভিয়েত ইউনিয়নসহ মিত্রদের শান্তি নিশ্চিতে লড়াই করেছিলেন। অন্যদিকে, বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধ বাধানোর পায়তারা করছেন। আবার রুজভেল্ট ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করছিলেন, কিন্তু বাইডেন ফ্যাসিস্টদের পক্ষে লড়াই করছেন। তিনি যুক্তরাষ্ট্রের জন্য কলঙ্ক!