প্রচন্ড তাপদাহে অসুস্থ হয়ে পড়া স্কুলশিক্ষার্থী হাসপাতালে

বরিশালের বাকেরগঞ্জে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ায় এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ ফাতেমা আক্তার বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে বোয়ালিয়ার বাবলাতলা গ্রামের আব্দুল মালেক মল্লিকের মেয়ে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, প্রচণ্ড গরমে সাড়ে ১২টার দিকে ক্লাস চলাকালীন সময়ে ফাতেমা আক্তার অসুস্থ হয়ে পড়ে। পরে শিক্ষকরা তার পরিবারকে খবর দিলে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, ফাতেমা আক্তার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার পরিবারকে খবর দিলে তারা এসে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। সেখানে চিকিৎসাধীন রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. ইসতিয়াক বলেন, অসুস্থ শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে সে।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুর রহমান বলেন, শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার খবর শুনে তাকে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি। ওই শিক্ষার্থীর চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে।

Check Also

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছেন পায়রা বন্দর!সহযোগিতা করছেন মেঘনা ডিপো-ঠিকদার আলো! ।। এম. লোকমান হোসাঈন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *