বরিশালে বৈশাখী মেলায় মোটরসাইকেল স্ট্যান্ড থেকে চাঁদা আদায়ে বাধা দেয়ায় সেতু নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি রামদা।
এর আগে গতকাল সোমবার রাতে নগরীর কালীবাড়ি রোড ব্রজমোহন (বিএম) স্কুল মাঠে উদীচী আয়োজিত বৈশাখী মেলার মাঠ সংলগ্নে এই ঘটনা ঘটে। রাতেই এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন আহস সেতুর মামা নঈম হোসেন মনু।
হামলায় গুরুতর আহত সেতুকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আটককৃতরা হলেন- কিশোর গ্যাংয়ের সদস্য শাকিল, তুষার ও শাহরিয়ার আলম সাদ। কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ্ বারী এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় বিএম স্কুল মাঠে মেলায় আগত দর্শনার্থিদের মোটরসাইকেল রাখার জন্য অস্থায়ী স্ট্যান্ডের ব্যবস্থা করা হয়েছে। সেখানে মোটরসাইকেল রাখতে আশা দর্শনার্থিদের কাছ থেকে ২০ টাকা করে চাঁদা আদায় করছিল কিশোর গ্যাংয়ের সদস্যরা।
এর প্রতিবাদ করেন সেতু নামের এক যুবক। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায় সেতুকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে ‘তুষার-শাকিল’ এর নেতৃত্বাধিন কিশোর গ্যাং। এতে তুষার এবং শাকিল ছাড়াও অংশ নেন এনাম, সম্রাটাসহ ৮-১০ জন। যাদের মামলায় আসামি করা হয়েছে।
সেতুর মামা এবং মামলার বাদী মনু বলেন, ঘটনার সময় পুলিশ কাছাকাছি থাকায় তারা ঘটনাস্থল হতে দু‘জনকে আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে দুটি রামদাও উদ্ধার করে। তাছাড়া সেতুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শেবাচিম হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানউল্লাহ-আল-বারী বলেন, সোমবার ঘটনাস্থল থেকেই শাকিল ও তুষারকে দুটি রামদাসহ আটক করা হয়েছে। এছাড়া মঙ্গলবার বিকেলে শাহরিয়ার আলম সাদ নামের অপর এক অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।