ইন্টার্নশীপ বহালসহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন সহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে বিক্ষোভ ও ছাত্র ধর্মঘট করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল অ্যাডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ ও বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান।
গত ১৬ ই আগষ্ট শুরু হয় এই ধর্মঘট, সেই ধারাবাহিকতায় আজ রবিবার সকাল ১০টায় বরিশাল জমজম মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ক্যাম্পাসে ক্লাস বর্জন করে বিক্ষোভ করে তারা।
এসময় শিক্ষার্থীরা দাবির সমর্থনে স্লোগান দিয়ে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বাংলাদেশে অন্যান্য সকল ডিপ্লোমা সেক্টরে সরকারি চাকরির নিয়োগ এবং কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও ম্যাটস ডিপ্লোমা ধারীদের বিগত এক যুগ ধরে কোনো সরকারি নিয়োগ বা কর্মসংস্থানের ব্যবস্থা নেই। যার ফলে সারা দেশের সকল সরকারি, বে-সরকারি ম্যাটস শিক্ষার্থীরা তাদের দাবি সমূহ আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝোলনো সহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কঠোর থেকে কঠোরতর ছাত্র ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে।