বরিশাল মহানগর এনডিবি‘র সভাপতি ফুয়াদ সম্পাদক ফয়সাল

মোঃ ফরহাদ হোসেন ফুয়াদকে সভাপতি ও মোঃ ফয়সাল আহমেদকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট বরিশাল মহানগর শাখা অনুমোদন দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী ও ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী। ধারার প্রক্রিয়াতন্ত্র অনুযায়ী ধর্মের প্রতি শ্রদ্ধা, বায়ান্নকে প্রেরণা-



একাত্তরকে চেতনা এবং সকল বীরদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে দারিদ্র-দুর্নীতি-খুন-গুমমুক্ত সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে অনুমোদিত এই কমিটির অন্যান্যরা হলেন- আব্দুল্লাহ আল মামুন (আল আমিন)  খান-সহ সভাপতি, মোঃ রফিকুল ইসলাম-যুগ্ন সাধারণ সম্পাদক, মোঃ সুজন খান-সাংগঠনিক সম্পাদক,

মোঃ রিয়াজ চৌধুরী-অর্থ সম্পাদক, মোঃ বেল্লাল-দপ্তর সম্পাদক, মোঃ সামিম-ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ হানিফ-প্রচার সম্পাদক, নারী-শিশু ও কল্যাণ সম্পাদক মোসাম্মাৎ আমিরুন নেসা, মোঃ রাহাতুল ইসলাম-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক, এইচ এম ইমরান হোসাইন-কার্যনির্বাহী সদস্য, মোঃ জালাল-কার্যনির্বাহী সদস্য ও আনিচ সিজার-কার্যনির্বাহী সদস্য।



মুখপাত্র ও সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা অনুমোদিত কমিটি প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, সারাদেশে সচেতন নাগরিকদেরকে ঐক্যবদ্ধ করে রাজনৈতিক-প্রশসনিক অপরাধী-দুর্নীতিবাজদেরকে ‘না’

বলার জন্য কমিটি গঠন চলছে। ধর্ম-দেশ-স্বাধীনতার স্বপক্ষের যে কোন নাগরিক ০১৭৯৫৫৬৮১৩৭ নম্বরে এসএমএস করে যে কোন সময় সদস্য হতে পারবেন। অতএব, বাংলাদেশকে-বাংলাদেশের মানুষকে ভালোবেসে নতুনধারায় যোগ দেয়া আপনার আমার আমাদের সকলের রাজনৈতিক দায়িত্ব।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে। 

Check Also

দেশে আমদানি না করেই ২‘শ থ্রি হুইলারের বিআরটিএ‘র রেজিস্ট্রেশন!

দেশে আমদানি না করেই ২‘শ থ্রি হুইলারের বিআরটিএ‘র রেজিস্ট্রেশন!

দেশে আমদানি না করেই ২‘শ থ্রি হুইলারের বিআরটিএ‘র রেজিস্ট্রেশন! ।। এম. লোকমান হোসাঈন ॥ জাল-কাগজপত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *