বাকেরগঞ্জ: অফিস সহকারী থেকে কোটিপতি, স্ত্রী জেলে
বাকেরগঞ্জ: অফিস সহকারী থেকে কোটিপতি, স্ত্রী জেলে

বাকেরগঞ্জ: অফিস সহকারী থেকে কোটিপতি, স্ত্রী জেলে

বাকেরগঞ্জ: অফিস সহকারী থেকে কোটিপতি, স্ত্রী জেলে। অফিস সহকারী থেকে কোটিপতি। দূর্ণীতির দায়ে স্ত্রী জেলে। মূল আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।। বাকেরগঞ্জ প্রতিনিধি।। চাকরির বিশ বছরে কোটি পতির তালিকায় নাম লিখেছেন সরকারি অফিসের এক অফিস সহকারী।
জমি, নগদ অর্থ, বিলাশ বহুল বাড়ির মালিক হয়েছেন অবৈধ পথে অর্থ উপার্জনের মাধ্যমে। নাবালক দুই পুত্র, স্ত্রী সহ নামে বেনামে জমি করেছেন বলে অভিযোগ আছে সেই অফিস সহকারীর বিরুদ্ধে।
সাব-রেজিস্ট্রি অফিসে এমএলএসএস পদে চাকরি শুরু করে পদোন্নতি নিয়ে বর্তমানে অফিস সহকারী হিসেবে পটুয়াখালী সদর সাব-রেজিষ্ট্রি অফিসে কর্মরত আছেন বাকেরগঞ্জ পাদ্রীশিবপুর ইউনিয়নের সরোয়ারদি মিয়ার ছেলে মিজানুর রহমান মিন্টু। চাকরির শুরু থেকেই অবৈধ পথে অর্থ উপার্জনের মাধ্যমে সম্পদের পাহাড় গড়তে শুরু করেন।
বর্তমানে মিন্টুর নিজ নামে, স্ত্রী জেসমিন আক্তার ও নাবালক দুই পুত্র জামিন আহমেদ ও জিসান আহমেদের নামে মিন্টু মৃধা প্রায় ১৫ একর জমি করেছেন বলে তথ্য পায় দুদক। এছাড়াও মিন্টু ও তার স্ত্রীর ব্যাংক হিসেবে বিপুল পরিমান অবৈধ পথে অর্জিত অর্থের হিসাব পায় দুদক।
তাই দুদকের  খুলনা দুর্নিতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ আল আমিন বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলা আমলে নিয়ে মিজানুর রহমান মিন্টু ও তার স্ত্রী জেসমিন আক্তারের নামে থাকা জমি ও ব্যাংক হিসাব ক্রোক করার নির্দেশ দেন।
একই সাথে তাদেরকে গ্রেফতারের আদেশ দেন। মিন্টুর স্ত্রী জেসমিন আক্তার আদালতে হাজির হলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করেন। মামলার মূল আসামি মিজানুর রহমান মিন্টুকে এখোনও গ্রেফতার করতে পারেনি বাকেরগঞ্জ থানা পুলিশ।
বাকেরগঞ্জের সাব-রেজিষ্টার মোঃ হারুন আল ইসার ৫ জানুয়ারি ২০২৩ তারিখে স্বাক্ষরিত নোটিশে মিজানুর রহমান মিন্টু, স্ত্রী জেসমিন আক্তার ও দুই পুত্র জামিন আহমেদ ও জিসান আহমেদের নামে থাকা জমি বরিশাল আদালতের ক্রোক করার নির্দেশে বাকেরগঞ্জ সাব-রেজিষ্টার অফিসে ক্রয় বিক্রয় থেকে বিরত থাকার নোটিশ দিয়েছেন।
মিজানুর রহমান মিন্টুকে গ্রেফতার ও তার মালামাল ক্রোকের বিষয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান জানান, মিজানুর রহমান মিন্টু পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। মাল ক্রোকের জন্য বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বাড়ি তালা বদ্ধ পাওয়া গেছে।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

Check Also

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছেন পায়রা বন্দর!সহযোগিতা করছেন মেঘনা ডিপো-ঠিকদার আলো! ।। এম. লোকমান হোসাঈন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *