বায়ু দূষণেরে তালিকায় ১১ তম অবস্থানে রয়েছে ঢাকা

বিশ্বের ১০০ শহরের তালিকায় বায়ু দূষণে আজ ঢাকার অবস্থান ১১তম। আজ শনিবার সকাল ১১টায় ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এমনটাই জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।

জানা যায়, এ সময় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্সে ঢাকার স্কোর ১৫৮। একইসময়ে ২১১ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু।
দ্বিতীয়বার পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন আসিফ আলি জারদারি

আইকিউ এয়ার জানায়, ঢাকার সবচেয়ে দূষিত এলাকা হেমায়েতপুর। সেখানে বাতাসের স্কোর ১৭২। শ্যামলী গণমাধ্যম রোড এলাকার বাতাসের স্কোর ১৬৮, আরামবাগের ১৬৭, মিরপুরের ইস্টার্ন হাউজিং ও ভাটারায় অবস্থিত মার্কিন দূতাবাস এলাকার স্কোর ১৬১।

উল্লেখ্য, আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

Check Also

রাফায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৯ জনের মৃত্যু

ফিলিস্তিনের রাফায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন। তবে বেঁচে গেছে ওই পরিবারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *