বিতর্কিত পরিমল-বাবু’র কমিটি নিষিদ্ধ ঘোষণা!
স্টাফ রিপোর্টার ॥ বিতর্কিত সভাপতি পরিমল-সম্পাদক শাহরিয়ার বাবুর কমিটিকে অস্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষনা করেছেন শ্রম আদালত। পাশাপাশী আদালতের মাধ্যমে আগামী ২৯ জুন আপোষ মীমাংসাকরণের জন্য দিন ধার্য করা হয়েছে।
গত ১৫ জুন এই আদেশ দেন বরিশাল শ্রম আদালত এর চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) শাহানাজ সুলতানা। নগরীর রূপাতলীস্থ বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ, ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি:নং-১২৬২) এ গঠন করা ২টি কমিটিকে অবৈধ দাবী করে শ্রম আদালত বরিশাল এ একটি মামলা দায়ের করে সংগঠনের সদস্য জামাল হোসেন।
- আরো পড়ুন: কোম্পানীর নাম পরিবর্তন ও অনুমোদনে আদালতের ক্ষমতা
- আরো পড়ুন: কোম্পানী ও সমিতির আইন
- আরো পড়ুন: কোম্পানীর নিয়ামাবলির আইনের দ্বিতীয় খণ্ড
মামলার নথিতে উল্লেখ করেছেন, জামাল হোসেন একজন সদস্য। তিনি ২০২১-২৩ নির্বাহী কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন।
অথচ গোপনে সংগঠনের সদস্য নন পরিমল চন্দ্র দাস সভাপতি ও আহম্মদ শাহরিয়া বাবু সাধারণ সম্পাদক করে মোট ১৭ সদস্য বিশিষ্ট্য একটি অবৈধ কমিটি ঘোষণা করেছেন, যার মধ্যে প্রায় ১০ জন বৈধ সদস্য ছিলো।
যারা ইতোপূর্বে কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। অপরদিকে সংগঠনের সাবেক সভাপতি সুলতান মাহমুদ সভাপতি ও মো: শহিদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক করে আরো একটি ১৭ সদস্যর অবৈধ কমিটি ঘোষনা করেছেন।
এমনবস্থায় ন্যায় বিচারের সার্থে উভয় কমিটির ওপরে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে বাংলাদেশ শ্রম আদালত বরিশাল এ মামলা দায়ের করেন জামাল।
- আরো পড়ুন:কোম্পানীর নাম যাচাই এবং পরিবর্তনের নিয়ম
- আরো পড়ুন:ব্যক্তিগত মামলায় সরকারি কর্মচারীকে গ্রেফতারের বিধান
- আরো পড়ুন:ফৌজদারী মামলায় অব্যাহতি প্রাপ্তদের বেতন ভাতা পরিশোধ সংক্রান্ত
বিচারক, বাদী-বিবাদীদের পক্ষের কৌসূলীর বক্তব্য এবং নথী পর্যালোচনা করে, আগামী ২৯ জুন আদালতের মাধ্যমে মীমাংস করণের নির্দেশ প্রদান করেছেন। পাশাপাশী পরিমল চন্দ্র দাস ও শাহরিয়া আহম্মদ বাবুর কমিটির সহ সুলতান-টিটুর কমিটির ওপরে অস্থায়ী নিষেজ্ঞা জারী করেছেন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।